1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের শিকার, ইস্টার উৎসবে কপটিক পোপ

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিশরের কপটিক অর্থডক্স খ্রিশটান চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়। তিনি এটিকে ‘ফিলিস্তিনিদের ওপর সবচেয়ে ভয়াবহ অন্যায়ের একটি উদাহরণ’ বলেও উল্লেখ করেছেন।

রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

খ্রিস্টানদের পবিত্র ইস্টার উৎসব উপলক্ষ্যে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ বলেছেন, ‘প্রতিদিন ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমির ধ্বংসের মধ্যে দিয়ে চরম অবিচারের শিকার হচ্ছেন।’

তিনি বলেন, মিশরের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা একত্রে গাজা থেকে জোরপূর্বক বা স্বেচ্ছায় ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

পোপ বলেন, ,গাজার পরিস্থিতি নিয়ে কপটিক চার্চ এবং মিশরের প্রধান ইসলামিক প্রতিষ্ঠান আল-আজহার একই অবস্থানে রয়েছে।

টাওয়াড্রোস বলেন, ‘আমাদের গাজার ভাইবোনদের রক্ষা করতে হবে, আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তাইয়েব এবং আমরা একসঙ্গে একই কণ্ঠে বলছি, বিশ্ব বিবেককে এখনই জাগতে হবে।’

উল্লেখ্য, গেলো মাসে এক জরুরি আরব সম্মেলনে মিশরের নেতৃত্বে গাজার পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পাঁচ-বছর মেয়াদি পরিকল্পনা গৃহীত হয়, যার মূল শর্ত ছিল ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো যাবে না।

তবে এ প্রস্তাব প্রত্যাখান করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মিশর ও জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের পরামর্শ দেয়। এই প্রস্তাব আরব দেশসমূহ এবং আন্তর্জাতিক সংগঠনগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট