বাঙ্গালীর বার্তা: পিরোজপুরের ভান্ডারিয়ায় তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির আসন নিয়ে বিএনপির দুই গ্রুপের তীব্র উত্তেজনা বিরাজ করায় সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতির হস্তক্ষেপে তাফসীরুল কুরআন মাহফিল অনিবার্য কারণবশত স্থগিত করে গণনোটিশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা।
রাজনৈতিক কোন্দলের কারণে তাফসিরুল কোরআন মাহফিল স্থগিত হওয়ায় গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার আলেম-ওলামা ও বন্দরের ব্যবসায়ীরা। তারা সিন্ধান্ত গ্রহন করেছে বুধবার ভান্ডারিয়া বাজারের সকল দোকানপাট ও মাদ্রাসা বন্ধ থাকবে।
জানাযায়, ভান্ডারিয়ার বন্দর ৬৯তম তাফসিরুল কোরআন মাহফিল আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই তাফসিরুল কোরআন মাহফিল দীর্ঘ বছর যাবত জাতীয় পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মনিরুল হক জোমাদ্দার সভাপতিত্ব করে আসছিলেন।
৫ আগষ্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের ধারাবাহিকতায় বিএনপির একাংশ আহবায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন নিরপেক্ষ একটি কমিটির করার জন্য তার সমর্থন ব্যক্তিরা জেলা প্রশাকের বরাবার কমিটি পরিবর্তনের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিত্রে উপজেলা নির্বাহী অফিসার পূর্বে কমিটির নেতৃবৃন্দদের সাথে একটি সমজতা করার লক্ষে গত ১৭ এপ্রিল উপজেলা তার কার্যালয় একটি বৈঠক করে পরিস্থতি নিয়ন্ত্রনে নিতে উপজেলা নির্বাহী আফিসার সমজতার ভিত্তিতে তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটি করে দেয়া হয়। এতে উপস্থিতের মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ সোহেল মনজুর সুমনকে প্রধান অতিথি ও আলহাজ মাওলানা আব্দুল জলিলকে সভাপতি করা হয়।
ওই কমিটিতে আওয়ামীলীগ ও ১৪ দলের শরিক জাতীয় পার্টি (জেপি)’র কয়েকজন নেতা কর্মী থাকায় বিএনপির আপর গ্রুপ (মাহমুদ হোসেন) সমর্থক গ্রুপ মানরতে রাজি না হয়ে নেতা কর্মীরা বিক্ষোভ শুরু করেন। ইতিমধ্যে দুই গ্রুপের দলীয় কোন্দল বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা কর্মসূচি পালন করে থাকেন।
গত সোমবার সকাল ১১টায় মাহমুদ হোসেনের সমর্থনকারীরা কাঠপট্রির অফিস প্রাঙ্গন থেকে তাফসির নিয়ে অপরাজনীতি বন্ধ একতরফা মনগড়া অবৈধ কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে মিলিত হয়। পরে ইউএনও বরাবরে স্মারকলীপি প্রদান করে। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির দুই গ্রুপের সাথে আলোচনায় বসে উপজেলা প্রশাসন। দীর্ঘ দুই ঘন্টা আলোচনা শেষে কোন সুরাহা না হওয়ায় বিকেলে অনিবার্য কারণবশত তাফসিরুল কোরআন মাহফিল স্থগিত করে গণনোটিশ জারি করা হয়।
আয়োজক কমিটির সদস্য আলহাজ্ব বাদশা জোমাদ্দার জানান, আমরা শান্তিপূর্ণভাবে একটি ধর্মীয় অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক কোন্দল প্রশাসন বাধ্য হয়ে মাহফিল স্থগিত করেছে। পবিত্র কোরআনের আলোচনার মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন দলীয় দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি আরো জানান, বুধবার ভান্ডারিয়া বাজারের সকল দোকান পাঠ ও মাদ্রাসা বন্ধ থাকবে এবং তাফসির ময়দানে শতশত আলেম ওলামারা বিক্ষোভ সমাবেশ করবেন।