বাঙ্গালীর বার্তা: কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে।’
সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে। অন্যদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু কাশ্মীরে পেহেলগাম অঞ্চলের অনন্তনাগ জেলায় ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অতর্কিত আক্রমণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ট্রেকিং অভিযানে অংশ নিতে একটি পর্যটক দল সেখানে গিয়েছিলো। এসময় আচমকা গুলি চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা।
হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার উপধারা হিসেবে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’।