বাঙ্গালীর বার্তা: জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার তদন্তে ‘সীমান্তের বাইরের সংযোগ’ প্রকাশ পাওয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা – সিসিএস পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে।
আজ বুধবার রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, পাহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পরদিনই পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। পাশাপাশি, ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ারও খবর পাওয়া গেছে। তবে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছেন মোদি। সকল পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করেছে ভারত। ফলে দেশটিতে থাকা সকল পাকিস্তানিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।
প্রদিবেদনে বলা হয়েছে, ওয়াঘা-আট্টারি সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এ সীমান্ত দিয়ে যারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের ফেরার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১ মের মধ্যে তাদের দেশে ফিরে যেতে হবে।
এর আগে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) সঙ্গে জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক শুরু হয়।
কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন এই কমিটিতে।
এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলার পর কাশ্মীর সফর করেছেন। তিনি এলজিও মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।