বাঙ্গালীর বার্তা: পাকিস্তানের বেলুচিস্তানে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে দেশটির আধা সামরিক বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন।
প্রদেশটির মারগেট এলাকায় হওয়া এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।
বিবৃতিতে বিএলএ’র মুখপাত্র জিয়ন্দ বালুচ বলেন, রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে হামলা করে শত্রুদের একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পাকিস্তানি সেনাবাহিনীর ১০ সদস্য মারা গেছেন।
আগামী দিনে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর আরও হামলার হুঁশিয়ারি দিয়ে বেলুচিস্তান লিবারেশন আর্মি’র এই মুখপাত্র বলেন, আমাদের স্বাধীনতার সংগ্রামকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। সর্বশক্তি দিয়ে শত্রুদের ওপর হামলা করা হবে।