বাঙ্গালীর বার্তা: দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া দুই উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) ব্যক্তিগত কর্মকর্তার (পিও) বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। আজ রবিবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
দুদক মহাপরিচালক বলেন, ‘দুইজন উপদেষ্টার এপিএস, পিও, যাদের কথা আপনারা বলছেন, সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করব।’
তিনি আরও বলেন, ‘এটি (দুই উপদেষ্টার এপিএস ও পিও’র দুর্নীতি) আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি। দুদক এই জাতীয় যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে অগ্রগতি শিগগির জানতে পারবেন।’
প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।