বাঙ্গালীর বার্তা: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল নেতাকর্মীর সমাগমে চলছে শ্রমিকদলের সমাবেশ। ইতিমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ মে) বেলা আড়াইটার দিকে শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সঞ্চালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।
সমাবেশের প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন। এ ছাড়া বিএনপি ঘরানার স্বনামধন্য শিল্পীরাও গান গেয়ে শোনান। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সমাবেশে আরও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
দুইটায় সমাবেশ শুরুর হলেও দুপুর ১২টার দিকে ওই সড়কটি নেতাকর্মীদের সমাগমে পূর্ণ হয়ে যায়। এর আগে থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার-বাড়ার সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। নেতাকর্মীরা রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল-বাদ্য নিয়ে উপস্থিত হন সমাবেশে।
জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন সড়কের দুই দিকে যান চলাচল বন্ধ। আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছেন।