আন্তর্জাতিক বার্তা: ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। এর আগে বুধবার রাতে কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে এই পাল্টাপাল্টি গুলিবর্ষণ। তবে এতে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান সেনাবাহিনী টানা সাত রাত ধরে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ভারতশাসিত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা, উরি ও আখনূর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেছে। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারা। তবে সেটা ছিল পরিমিতভাবে।
প্রসঙ্গত, পেহেলগামের ভয়াবহ হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।