আন্তর্জাতিক বার্তা: পাকিস্তান সামরিক বাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ডন।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, গভীর রাতে (৭ মে) ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে হামলা চালিয়েছে ভারত।
এসব হামলায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে এসেছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে পাকিস্তানি বাহিনী। প্রাথমিক তথ্যমতে, পাকিস্তান বিমান বাহিনী শত্রুপক্ষের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে। পাকিস্তান সশস্ত্র বাহিনী শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।
দ্য হিন্দু, এনডিটিভিসহ ভারতের সংবাদমাধ্যমগুলো লিখেছে, ৭ মে (বুধবার) গভীর রাতে পাকিস্তানের সন্ত্রাসী আস্তানা ও স্থাপনায় হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী।
হামলার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থায় এসেছে। রয়টার্স লিখেছে, মুজাফফারাবাদে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।
ভারত নিজস্ব আকাশসীমা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
বিবিসি লিখেছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তাদের দেশের জিও টিভিকে বলেছেন, “ভারত তাদের নিজস্ব আকাশসীমা থেকে পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।”
তিনি আরো বলেন, “এই হামলাগুলো বেসামরিক এলাকায় আঘাত হেনেছে। ‘সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে’ বলে ভারত যে দাবি করেছে, সেটি মিথ্যা।”