1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

দাবা খেলা নিষিদ্ধ হলো আফগানিস্তানে

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বার্তা: আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তাদের দাবি, ইসলামি শরিয়ত আইনে দাবা জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় এটি ‘অনৈতিক’ এবং ‘অবৈধ’।

রবিবার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি বলেন, “দাবা খেলা শরিয়া অনুযায়ী জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত।”

এই খেলার সঙ্গে ধর্মীয় কিছু বিষয় জড়িত। যতদিন না এসব বিষয়ে সমাধান হয়, ততদিন দাবা খেলা স্থগিত থাকবে।

তালেবানের নিষেধাজ্ঞার তালিকায় সর্বশেষ যুক্ত হওয়া খেলা হলো দাবা। নারীদের জন্য খেলাধুলায় অংশগ্রহণ দেশটিতে প্রায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান ধাপে ধাপে কঠোর ইসলামি আইন অনুযায়ী নীতিমালা ও বিধিনিষেধ আরোপ করছে।

কাবুলের এক ক্যাফের মালিক আজিজুল্লাহ গুলজাদা জানিয়েছেন, কয়েক বছর ধরে তিনি সেখানে অনানুষ্ঠানিক দাবা প্রতিযোগিতার আয়োজন করতেন। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তিনি মেনে নিলেও, এতে তার ব্যবসায় ক্ষতি হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘এখন তরুণদের বিনোদনের খুব বেশি কিছু নেই। অনেকেই প্রতিদিন এখানে আসত। তারা এক কাপ চা খেত এবং বন্ধুদের সঙ্গে দাবা খেলত।’

তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অন্যান্য দেশেও দাবা খেলা হয়ে থাকে।

এই নিষেধাজ্ঞা দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে শিক্ষিত ও তরুণ সমাজ এটি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে চিন্তাচর্চার একটি মাধ্যমকে দমন করার উদাহরণ হিসেবে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট