1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

রাকিবুলের নৈপুণ্যে বাংলাদেশের সিরিজ জয়

বাঙ্গালীর বার্তা খেলাধুল অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাকিবুল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। স্কোরবোর্ডে কম পুঁজি হলেও দারুণ ক্যামিও ইনিংস খেলে এবং ঘূর্ণি জাদুতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাকিবুল।

রাজশাহীতে শুক্রবার (১৬ মে) আগে ব্যাট করতে নেমে মাত্র ২২৫ রানে থেমে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানের বেশি করতে পারেনি সফরকারী প্রোটিয়ারা। ৩৪ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক শিবির।

ব্যাট হাতে ৪২ রানের পাশাপাশি বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রাকিবুল।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর ঘুরে দাঁড়ায় তারা। তবে দলীয় ৬৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর থেকে শুরু হয় পতনের ধারা। সর্বোচ্চ ৪০ রান আসে তিয়ান মিচেলের ব্যাট থেকে।

এ ছাড়া হ্যান্ডসম মোকেনা ৩৭, অ্যান্ডিল চার্লস ৩৫ এবং অধিনায়ক জর্জ মার্টিনাস ৩৪ রান করে সাজঘরে ফেরেন। থিতু হওয়ার পরও লম্বা ইনিংস খেলতে না পারাই কাল হয় প্রোটিয়া শিবিরের জন্য।

বাংলাদেশের হয়ে রাকিবুল একাই নেন ৪ উইকেট। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে উইকেটগুলো শিকার করেন তিনি। মাহফুজুর রাব্বি ও ওয়াসি সিদ্দিকি ২টি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশ শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। সর্বোচ্চ ৫৮ রান আসে মাহফুজুরের ব্যাট থেকে। ৪০ বলে ৪২ রান করে দুইশ ছাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাকিবুল। অধিনায়ক আকবরের ব্যাট থেকে আসে ৩৮ রান এবং মাহফিজুল ইসলাম রবিন করেন ২৬ রান।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সেসোনা। তিয়ান মিচেল নেন ২টি উইকেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট