1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

কঠোর নিরাপত্তার মধ্যে আজও সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: সরকারি চাকরি (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫–এর প্রতিবাদে সচিবালয়ে আজও (২৭ মে) বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করছেন তারা।

অবৈধ কালো আইন বাতিল কর, করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালো আইন’, ‘মানি না মানব না, অবৈধ কালো আইন’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’—এমন স্লোগানে মুখরিত সচিবালয়।

এ পরিস্থিতিতে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন করা হয়েছে। এছাড়া, সচিবালয়ের সামনে বিজিবি ও র‍্যাব মোতায়েন রয়েছে।

বিক্ষোভ কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অধিকার খর্ব করা হয়েছে এবং তা ‘অবৈধ ও অগণতান্ত্রিক’। তাদের দাবি, এ অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কর্মচারীদের মধ্যে যারা শুরুতে আন্দোলনে অংশ নেননি, তাদেরকেও আহ্বান জানানো হচ্ছে আন্দোলনে যোগ দিতে। আন্দোলনকারীরা বলছেন, “এটা শুধু একজনের বা কয়েকজনের লড়াই নয়, এটা আমাদের সবার অধিকার রক্ষার লড়াই।”

প্রতিদিনের মতো আজও কর্মসূচিতে যুক্ত হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। মিছিলকারীরা সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে গিয়ে স্লোগান দিয়ে সহকর্মীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মচারী বলেছেন, “আমাদের চাকরির নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায্যতা এই কালো অধ্যাদেশ ধ্বংস করে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে না দাঁড়ালে ভবিষ্যৎ প্রজন্ম মুখোমুখি হবে ভয়ঙ্কর পরিণতির।”

আন্দোলনের চতুর্থ দিনেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, প্রশাসন আন্দোলন পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

কর্মচারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সচিবালয় চত্বরে অবস্থান ও বিক্ষোভ চালিয়ে যাবেন। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।

সচিবালয়ের এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন, এমন বিক্ষোভ সচিবালয়ে সচরাচর দেখা যায় না। প্রতিদিন ভিড় বাড়ছে।

মঙ্গলবারের (২৭ মে) বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. রবিউল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান।

মো. জাহাঙ্গীর আলম বলেছেন, “সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশ ২০২৫ সম্পূর্ণ অগণতান্ত্রিক ও একতরফা। আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আমরা এই কালো আইন মানি না, মানব না। অবিলম্বে এ অধ্যাদেশ বাতিল করতে হবে, তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

মো. রবিউল ইসলাম বলেন, “এই আইনের মাধ্যমে কর্মকর্তাদের হয়রানি, শাস্তি ও বদলির সুযোগ তৈরি করা হয়েছে। এতে চাকরিজীবীদের নিরাপত্তাহীনতায় পড়তে হবে। আমরা এই আইনের বিরুদ্ধে মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।”

শাহিনুর রহমান বলেন, “১৮ লাখ সরকারি কর্মচারীর রক্তে আগুন জ্বলে উঠেছে। আমরা ঐক্যবদ্ধ। এই আন্দোলন শুধু সচিবালয় নয়; জেলা, বিভাগ ও উপজেলাতেও ছড়িয়ে পড়বে।”

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অনেক কর্মকর্তা অফিসিয়াল ইউনিফর্মে বিক্ষোভে অংশ নেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে নানা স্লোগানে সরকারের প্রতি দাবি জানান।

সরকারি চাকরি (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫ সম্প্রতি জারি করা হয়েছে। এতে চাকরিজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বদলির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই অধ্যাদেশকে ‘কর্মচারীবিরোধী’ আখ্যা দিয়ে দেশের বিভিন্ন স্থানের সরকারি কর্মচারীরাও অসন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট