1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: অগ্রণী ব্যাংক পিএলসি শনিবার (২১ জুন) থেকে তাদের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২০ জুন) জাতীয় দৈনিকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে এজেন্ট ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও গ্রাহকরা অগ্রণী ব্যাংকের যেকোনও শাখা থেকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবেন।

এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধের পেছনে কোনও কারণ উল্লেখ না করলেও ব্যাংকটি জানিয়েছে, এটি অনিবার্য কারণে বন্ধ রাখা হচ্ছে। এ সিদ্ধান্তে গ্রাহকরা যে সাময়িক অসুবিধার মুখে পড়বেন, তার জন্য দুঃখও প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির ৫৬৭টি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট রয়েছে। এসব পয়েন্ট থেকে সাধারণত নগদ জমা ও উত্তোলন, হিসাব খোলা, রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ নানা ধরনের সেবা দেওয়া হয়ে থাকে।

এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় এসব সেবা আপাতত শুধু শাখা-ভিত্তিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট