1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

এবার পল্লবীতে ৫ কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ আবাসন প্রতিষ্ঠানে হামলা-গুলি

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ‘পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে’ রাজধানীর পল্লবী থানার আলব্দিরটেকে আবাসন কোম্পানি এ কে বিল্ডার্সে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হন শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মী। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। তাদের একজনকে গুলি চালাতে দেখা যায়।

প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, হামলাকারীদের গুলিতে আহত শরিফুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদা দাবির ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান। অভিযোগে করা হয়, গত ২৭ জুন তার প্রতিষ্ঠানে প্রথম হামলা হয়। এরপর ৪ জুলাই আবারও হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল ৩০-৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।

সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যক্তি

বিষয়টি নিয়ে জানতে চাইলে পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গুলিতে আহত শরিফুল ইসলাম হাসপাতালে আছেন। তিনি থানায় এসে মামলা করবেন। জড়িতদের শনাক্ত করতে সময় লাগছে। আশা করছি দ্রুতই শনাক্তের পর গ্রেফতার করা হবে।

ডিএমপি ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে পুরো দেশে যখন চাঞ্চল্য, ঠিক তখনই এই চাঁদা আদায়কে কেন্দ্র করে আবাসন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গোলাগুলির ঘটনা ঘটল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট