1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যে শান্তি আমি পাই, নতুন করে প্রেমে পড়ে যাই: সাফা কবির প্রয়োজনের কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকোর সীমান্তে দেয়াল, তোপের মুখে ট্রাম্প এখন জামায়াতের এরকম সমাবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন সাবেক শিবির নেতা আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ তথ্যগত ভুল, লাল কাপড়ে ঢেকে দিলেন সহযোদ্ধারা জামায়াতের সমাবেশ: সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে সোহরাওয়ার্দীতে এখন থেকে অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না স্টেট ডিপার্টমেন্ট কত স্বপ্ন ছিল ওর! ‘আমার ছেলেরে যারা গুলি করে মেরেছে, সে যেন হাজার গুলি খেয়ে মরে’ ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে: নাহিদ ইসলাম নিত্য প্রয়োজনীয় বাজার ফের চোখরাঙানি দিচ্ছে!

মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি: নাহিদ ইসলাম

এম আর খাঁন বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিএনপি মুজিববাদী ৭২’র সংবিধানকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এখন তারা চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। বিএনপি এখন চাঁদাবাজের দলে রূপ নিয়েছে, সন্ত্রাসের দলে পরিণত হয়েছে।”

তিনি বলেন, “আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না। জনগণের বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয় ।”

সোমবার (১৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে পটুয়াখালী পৌর শহরের শহীদ হৃদয় তুরুয়া চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, মাফিয়া ও দুর্নীতি সিস্টেমের বদল ঘটাতে হবে। তবে, সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। সেই সিস্টেম, সেই দুর্নীতি ও চাঁদাবাজকে আগে আরেকটা দল পাহারা দিতো; এখন নতুন দল পাহারা দিচ্ছে।”

তিনি বলেন, “আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু হাসিনার পতন নয়, সেই সিস্টেম ও দুর্নীতির পতন ঘটাতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে এখন আমরা নেমেছি।”

এনসিপির এই নেতা বলেন, “গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, গণঅভ্যুত্থানের পর সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। আমরা ষড়যন্ত্রের জবাব দেব জনসমর্থনে। আগামী ৩ আগস্ট জুলাই সদন ও জুলাই ঘোষণাপত্র ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আদায় করে ছাড়ব।”

পথসভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, শামান্তা শারমিন, খান তালাত মাহমুদ রাফি ও মুজাহিদ শাহীনসহ শীর্ষ নেতারা। এর আগে, সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি পদযাত্রা বের হয়ে পটুয়াখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট