বাঙ্গালীর বার্তা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘২০২৪-এর জুলাই থেকে আমরা আর জীবনের ভয় করি না। রাজপথে নেমেছি যে প্রতিশ্রুতি নিয়ে, নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আমরা রাজপথ ছাড়ছি না।’’
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ীর শহীদ স্মৃতি চত্বরের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি সন্ত্রাসী সংগঠন। কিন্তু, তার থেকে বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই মতাদর্শকে আমাদের পরাস্ত করতে হবে। শুধু সাময়িকভাবে নিষিদ্ধ করে নয়, আওয়ামী লীগকে আইনিভাবে, রাজনৈতিকভাবে ও বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবিলা করতে হবে।’’
তিনি বলেন, ‘‘মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। যারা বাংলাদেশে গুম-খুন করেছে। মুজিববাদীকে কবর দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি।’’
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলার কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ‘‘গতকাল গোপালগঞ্জে হামলা করে যারা ভেবেছিল, পদযাত্রা শেষ হয়ে যাবে। তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল, আতঙ্ক তৈরি করবে। মানুষ আর আমাদের পদযাত্রা ও পথসভায় আসবে না। যদি তারা সশস্ত্র কায়দায় না আসত, আমরা বিশ্বাস করি আজ রাজবাড়ীতে যত মানুষ হয়েছে; গোপালগঞ্জের ঠিক ততো মানুষ আসত।’’