বাঙ্গালীর বার্তা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে পাহাড়ে অবাঙালি জনগোষ্ঠীর সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সঙ্গে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের ঊর্ধ্বে উঠে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই।’’
তিনি বলেন, ‘‘আপনাদের রাঙামাটির নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা বাহাত্তরে সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই মুজিববাদী সংবিধান বাতিল করে আমি, আপনি সকলে বসে একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করব। যেখানে আমার, আপনার অধিকারের কথা থাকবে।’’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) দুপুরে রাঙ্গামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এনসিপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘‘পার্বত্য চট্টগ্রামে নানা অশান্তি, নানা বিভাজন জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা অন্য একটি পক্ষকে এই সুবিধা নিতে দিবো না। সমস্যা থাকলে আমরাই সমাধান করব।’’
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘‘কথার সঙ্গে কথার লড়াই হতে পারে, কিন্তু কথার সঙ্গে কখনো মঞ্চে আগুন দেওয়া, ব্যানার ছিঁড়ে ফেলা, গায়ে হাত তোলার সম্পর্ক হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। প্রবীণরা কথায় কথায় সমুদ্রে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলে তাদের থেকে আর শেখার কিছু নেই।’’