1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

অনূর্ধ্ব-২০ প্রথমার্ধ শেষে ফাইনালের পথে এগিয়ে লাল-সবুজের মেয়েরা

বাঙ্গালীর বার্তা খেলাধূলা ডেস্কঃ
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ঢাকার বসুন্ধরা কিংস এরেনার উজ্জ্বল আলোয় জমে উঠেছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর রোমাঞ্চকর অলিখিত ফাইনাল। স্বপ্নের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও প্রতিবেশী নেপাল। টান টান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশের কিশোরী সেনানীরা।

ম্যাচের শুরু থেকেই ছিল আগ্রাসী মানসিকতা। বল দখলে আধিপত্য দেখিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে লাল-সবুজ জার্সিধারীরা। খেলার মাত্র ৮ মিনিটেই গোলের খাতা খুলে দেন সাগিরা। ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তার নিখুঁত শট নেপালি গোলরক্ষকের সামর্থ্যের বাইরে চলে যায়। গ্যালারিজুড়ে তখন উল্লাসের ঢেউ।

বাংলাদেশের এই গোলের পর নেপাল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মাঝমাঠে জমে ওঠে দারুণ লড়াই। উভয় দল বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় আর কোনো বল জালে প্রবেশ করেনি। ফলে প্রথমার্ধের শেষে এগিয়ে থাকে বাংলাদেশ।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই ফাইনাল ম্যাচ দুই দলের জন্যই সম্মান আর গৌরবের লড়াই। বয়সভিত্তিক নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় আগেও নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করেছে বাংলাদেশ। এবারের দলটিও যেন সেই চেনা ছন্দেই চলছে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লক্ষ্য থাকবে লিড ধরে রেখে শিরোপা নিশ্চিত করা, আর নেপাল চেষ্টা করবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরে আসতে। এখন সময় অপেক্ষার—শেষ বাঁশি বাজলে কার হাতে উঠবে সাফের সেরা মুকুট?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট