1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

মাইলস্টোন ট্র্যাজেডি: প্রতিষ্ঠানের নিজস্ব সিসিটিভি ফুটেজ নিয়ে ধোঁয়াশা

মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানের নিজস্ব সিসিটিভি ফুটেজ নিয়ে রহস্যের জট খুলছে না। ক্যাম্পাসের ভিতরে সিসিটিভি ফুটেজ কোথায় এবং তা কেন প্রকাশ করা হচ্ছে না, এই প্রশ্ন এখন শিক্ষার্থী ও অভিভাবকদের। তাদের দাবি এই ফুটেজ প্রকাশ করা হলে ঘটনার প্রাকৃতিক চিত্র স্পষ্ট হয়ে যাবে এবং অনেক অমীমাংসিত প্রশ্নের জট খুলে যাবে। তবে এ বিষয়ে মুখে ক্লুব এসেছে মাইলস্টোন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিচ্ছে না কোন প্রশ্ন উত্তর। 

মাইলস্টোন ট্রাজিডির পর যে বিমান বিধ্বস্তের একটি ঝাপসা ভিডিও পাওয়া গেছে, সেটি ক্যাম্পাসের বাইরের একটি ভবনের সিসিটিভি ক্যামেরা থেকে ধারণ করা। কিন্তু পুরো মাইলস্টোন ক্যাম্পাসেই সিসিটিভির আওতায় কিন্তু কোন ফুটেজ এখনো সামনে আসেনি। এ নিয়ে মূলত দানা বেধেছে রহস্যের।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসানো ছিল এবং মর্মান্তিক এই ঘটনার সাক্ষী এই ফুটেজ গুলোই বহন করছে। মাইলস্টোনের নবম শ্রেণীর শিক্ষার্থী তাসফিন আরিয়ান ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলে বলেন, স্কুলের সিসিটিভির ফুটেজ কেন আমরা দেখতে পাচ্ছি না? কোথায় গেল সেসব ফুটেজ? তার মত অন্য শিক্ষার্থীরাও বিশ্বাস করে এই ফুটেজেই ঘটনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বারবার ফুটেজ প্রকাশের দাবি জানানো হলেও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ এ বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করছে। গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষকরা প্রশ্ন করে বিব্রত না করার অনুরোধ জানান।

এদিকে অন্যান্য বড় দুর্ঘটনার মত মাইলস্টোন ট্রাজিডি নিয়েও একাধিক তদন্ত কমিটির গঠন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তবে স্কুলের সিসিটিভি ফুটেজের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি, যা এই রহস্যকে আরো ঘনীভূত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট