1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

“রাজনীতিতে আমরা নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি” -ফারিয়া

সাগর মাহমুদ অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: দেশের রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা নিয়ে এবার মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে আগের মতো নিয়মিত না হলেও, সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সরব ফারিয়া— বিশেষ করে বিতর্কিত ও সমসাময়িক বিষয় নিয়ে। এবার এক আবেগঘন ফেসবুক পোস্টে রাষ্ট্রের নানা অনিয়ম, দলীয় ভেদাভেদ আর সাধারণ মানুষের অসহায় অবস্থান তুলে ধরলেন তিনি।

শনিবার ফেসবুক পোস্টে আক্ষেপ প্রকাশ করে শবনম ফারিয়া লিখেছেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!”

নিজেকে সাধারণ জনগণের প্রতিনিধি উল্লেখ করে শবনম ফারিয়া আরও লেখেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।”

আক্ষেপ করে তিনি বলেন, “কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন! এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?”

শেষে দেশের ভবিষ্যৎ ও রাজনীতি প্রসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে তিনি লেখেন, “হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট