1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

ফের ভারত পাকিস্তান উত্তেজনা, এবার ভারতের গভীরে হামলার হুমকি দিলেন পাকিস্তান

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বার্তা: কিছুদিন আগে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সংঘটিত এক সস্ত্রাসী হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯ দিনের একটি ভয়াবহ সংঘাত দেখেছে বিশ্ব। চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও সংক্ষিপ্ত সেই যুদ্ধ নিয়ে চাপা উত্তেজনা রয়ে গেছে এখনও। এর মধ্যেই ভারতকে উদ্দেশ করা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। 

ভারতের দিক থেকে আবারও কোনো সামরিক অভিযান পরিচালিত হলে পাকিস্তান এবার দেশটির গভীরে হামলা করবে বলে হুমকি দিয়েছেন তিনি।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে রোববার (৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ার করেছেন, ভারত যদি ‘অপারেশন সিঁদুর’-এর মতো কোনো সামরিক অভিযান আবার চালায়, তবে পাকিস্তান ‘ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে’ আঘাত হানবে।

মূলত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের সম্ভাব্য জবাব কী হবে, এমন প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের আইএসপিআর প্রধান। আহমেদ শরীফ বলেছেন, তাদের বুঝতে হবে, ভারতের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম পাকিস্তান।

তার এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত ৭ মে ভারতের সামরিক বাহিনী পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়। ওই অভিযান ছিল ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া গণহত্যার প্রতিশোধ, যেখানে লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ২৫ জন ভারতীয়কে হত্যা করে।

ভারতের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, দেশটির ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে তার শক্তিশালী ও পরিকল্পিত জবাব দেওয়া হবে। এই জবাব নির্দিষ্ট সময় ও কৌশলের ভিত্তিতে নির্ধারিত হবে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণশিবিরসহ সংশ্লিষ্ট সব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

এছাড়াও ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক অস্ত্র নিয়ে ‘ব্ল্যাকমেইল’ কোনোভাবেই সহ্য করা হবে না। এমনকি যারা হামলা চালায় এবং যারা রাষ্ট্র হিসেবে তাদের পৃষ্ঠপোষকতা করে—তাদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট