1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

আসছে আমেরিকা বনাম ব্রিকসের যুদ্ধ !

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বার্তা: ট্রাম্প যে শুল্কযুদ্ধের সূচনা করেছিলেন, তার বিরুদ্ধে জোরেশোরেই নামতে চলেছে পুতিন-সি জিনপিং-লুলা ডি সিলভাদের নেতৃত্বাধীন জোট ব্রিকস। এরই মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ব্রিকস সদস্যদের এক ছাতার নিচে আনতে কাজ শুরু করেছেন।

সম্প্রতি হোয়াইট হাউস ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। কিন্তু এতে মোটেই বিচলিত নন লুলা। বরং, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন এই পদক্ষেপের বিরুদ্ধে তিনি ব্রিকস জোটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন।

লুলা ডি সিলভা এই শুল্ক হুমকিকে অবৈধ এবং একটি রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, এটি কোনো দেশের অভ্যন্তরীণ নীতিতে অনধিকার চর্চা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লুলা ইতিমধ্যে অন্যান্য ব্রিকস সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং শুল্ক পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের পরিকল্পনা করছেন।

তিনি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে আলোচনার পরিকল্পনাও করছেন।

এর আগে গত এপ্রিল মাসে, ব্রিকস সদস্যদের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার মাধ্যমে তিনি কেবল ব্রাজিল নয়, চীন, ভারত এবং রাশিয়াকে সতর্কবার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

মূলত ব্রিকস সদস্যদের অধিকাংশই রাশিয়ার বড় বাণিজ্যিক অংশীদার। তাই আমেরিকা এই সদস্য রাষ্ট্রগুলোর ওপর শুল্ক আরোপ করে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চায়— বিশেষ করে ইউক্রেন যুদ্ধবিরতিতে মস্কোকে রাজি করাতে।

বিশ্লেষকরা বলছেন, ব্রিকস জোটের বর্তমানে অর্থনৈতিক শক্তি জি-৭ জোটের চেয়েও বড়। ২০০৬ সালে গঠিত ব্রিকস-এ পরে দক্ষিণ আফ্রিকা ও আরও কয়েকটি দেশ যুক্ত হয়। বর্তমান পরিস্থিতিতে, রাশিয়ার অন্যতম প্রধান তেল ক্রেতা চীন ও ভারত— দুজনেই ব্রিকস সদস্য।

এমন অবস্থায়, ব্রিকস সদস্যদের একজোট করে আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লুলা ডি সিলভা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ট্রাম্পের ‘পাতানো ফাঁদে’ পা না দিয়ে ব্রিকস জোটকে শক্তিশালী প্রতিরোধে রূপান্তরিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট