1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

নিজ বাড়িতে থাপ্পড় খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, গ্রেপ্তার ১

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর হাসপাতালে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে।

বুধবার (২০ আগস্ট) সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে এ ঘটনা ঘটে। খবর এএনআইয়ের।

দেশটির গণমাধ্যমে ঘটনার বর্ণনার বিষয়ে বলা হয়, হঠাৎ এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। এরপরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করেন। তারপর তার চুলের মুঠি ধরেন এবং থাপ্পড় দেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিভিল লাইন্স স্টেশনে নিয়ে যায়। আর রেখা গুপ্তাকে নেওয়া হয় হাসপাতালে।

তবে কেউ কেউ বলছেন অভিযুক্ত এক নারী এবং সে পাথর ছুড়ে মেরেছে। তার কাছে আদালত সম্পর্কিত কিছু নথি পাওয়া গেছে। তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “জনশুনানির সময় এক যুবক রেখার কাছে এসে কিছু কাগজপত্র দেখান। এর পরেই তিনি মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরেন। হাতাহাতিও হয়। সে সময় একটি টেবিলে ধাক্কা লাগে।” তবে চড় মারা কিংবা পাথর ছোড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।

বাসভবনে রেখা গুপ্তার ওপর হামলার বিষয়ে দিল্লির কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী পুরো দিল্লির নেতৃত্ব দেন৷ আমি মনে করি যে এই ধরনের ঘটনা কখনও কাম্য নয়। কিন্তু এই ঘটনা নারী নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনক।”

তার প্রশ্ন, “দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হন, তাহলে একজন সাধারণ পুরুষ বা একজন সাধারণ নারী কীভাবে নিরাপদ থাকবেন?”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট