1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

পুলিশ ব্যারাকে নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ব্যারাকে এক নারী কনস্টেবলকে তারই এক সহকর্মী ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তে দুই জনকেই পুালিশ লাইন্সে সংযুক্ত করে তদন্ত কাজ শুরু হয়েছে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে আশুলিয়া থানা থেকে দক্ষিণ কেরানীগঞ্জে যোগদান করেন ভুক্তভোগী ওই নারী কনস্টেবল।

অভিযোগ উঠেছে, অভিযুক্ত কনস্টেবল সাফিউর রহমান গত রমজানের ঈদের পরের দিন ভুক্তভোগীকে ব্যারাকের রুমে ঢুকে ধর্ষণ করেন। সে সময় ওই নারী পুলিশ সদস্য রুমে একা ছিলেন। এ ঘটনার ভিডিও ধারণ করে আরও একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তেভোগী।

এ বিষয়ে চলতি মাসে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিনকে অভিযোগ দেন নারী কনস্টেবল। তবে শুরুতে কোনো ব্যবস্থা নেননি ওই কর্মকর্তা।

ভুক্তভোগীর অভিযোগ, পুলিশ পরিদর্শক আল আমিনের বাড়ি অভিযুক্ত সাফিউরের এলাকায় হওয়ায় কোনো ব্যবস্থা নেননি তিনি।

পরে ঘটনা বিষয়ে প্রতিবেদক কথা বলতে চাইলে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পরিদর্শক আল আমিন। পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি।

এদিকে ঘটনার বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি বলেন, তাদের দুজনের প্রেমের বিষয়টি থানার সকল পুলিশের কর্মকর্তা কর্মচারীরা জানতেন।

তবে তদন্তে দোষ পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। উল্লেখিত ঘটনায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং অন্যান্য আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট