1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

সুদানে ভয়াবহ ভূমিধস, একটি গ্রামের ১ হাজারের বেশি মানুষের মৃত্যু

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: সুদানে ভয়াবহ ভূমিধসে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের একটি গ্রাম। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। সংগঠনটি জানায়, টানা ভারী বর্ষণের পর গত ৩১ আগস্ট ওই পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে গ্রামটির প্রায় সব মানুষ মারা গেছেন। একমাত্র একজন ছাড়া আর কেউ বেঁচে নেই বলে দাবি করেছে সংগঠনটি।


দারফুর অঞ্চলের এ দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ ধরে রেখেছে সুদান লিবারেশন মুভমেন্ট। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মরদেহ উদ্ধারের জন্য দ্রুত সহযোগিতা চেয়েছে।

সংগঠনটির দাবি, গ্রামটি পুরোপুরি মাটিচাপা পড়েছে। ঘটনাস্থল এতটাই দুর্গম যে সেখানে খাবার ও ওষুধ পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে দারফুরের দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছিল। নিরাপত্তার খোঁজে আসা এসব মানুষ শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতায় প্রাণ হারালেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট