1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

আসন সীমানা চূড়ান্ত, প্রশ্নের সুযোগ নেই আন্দোলনেও লাভ নেই: ইসি

তৌফিক ই ইলাহি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি যে ৩০০টি সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে, তা নিয়ে আইন অনুযায়ী কোনো ধরনের প্রশ্ন তোলা বা আদালতে আপত্তি জানানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, “আন্দোলন কিংবা বিক্ষোভ করেও এতে কোনো লাভ হবে না।”

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার প্রকাশিত নতুন তালিকায় প্রায় ৫২টি আসনে সীমান্ত সংশোধন করা হয়েছে। গাজীপুরে একটি আসন বেড়েছে, অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমেছে। নতুন এই সীমানায় অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

কমিশনার বলেন, “সীমানা পুনর্নির্ধারণে ২০২২ সালের আদমশুমারি, হালনাগাদ ভোটার তালিকা, প্রশাসনিক কাঠামো ও ভৌগলিক বাস্তবতা বিবেচনা করা হয়েছে। কোনো একটি বিষয়ের ওপর নির্ভর করলে সমস্যা হতে পারে, তাই সব দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত করা হয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা খসড়া প্রকাশের পর দাবি-আপত্তি শুনেছি। সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। কমিশন নিরপেক্ষভাবেই কাজটি করেছে।”

সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ হলেও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এতে কাজ হবে না। আনোয়ারুল ইসলাম বলেন, “আইনের চোখে এসব প্রতিবাদের কোনো মূল্য নেই। যারা আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্য কী, তা পরিষ্কার নয়।”

কমিশনার বলেন, “চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে। নিবন্ধনের শেষ ধাপে নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ থাকবে।”

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ঘিরে কোনো অস্থিরতার তথ্য কমিশনের কাছে নেই বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট