1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

পাকিস্তানে সোনাবহরে সন্ত্রাসী হামলা,১২ সেনা নিহত

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বার্তা: পাকিস্তানে সামরিক বাহিনীর একটি গাড়িবহরে সন্ত্রাসীদের হামলায় ১২ সেনা নিহত হয়েছে। শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের বদর এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

সেনাবাহিনীর গাড়িবহর জঙ্গিদের গুলির মুখে পড়ে বলে পাকিস্তানি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানি বাহিনী বলেছে, ‘পাল্টাপাল্টি তুমুল গোলাগুলিতে’ ১২ সেনা ও ১৩ জঙ্গি নিহত হয়েছে। গোলাগুলিতে অন্তত ৪ জন আহত হয়েছে।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, সেনাদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোন হাতিয়ে নিয়েছে।

বাসিন্দারা জানিয়েছেন, ভোরের ওই হামলার পর হতাহতদের হাসপাতালে নিতে ও হামলাকারীদের খুঁজতে আকাশে তারা কয়েক ঘণ্টা ধরে একাধিক হেলিকপ্টার দেখতে পেয়েছেন।

পাকিস্তানি সেনাবাহিনী এই হামলার জন্য ভারতের ‘মদদপুষ্ট’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় দিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং জানিয়েছে, বাজাউরে নিরাপত্তা বাহিনীর পরিচালিত একটি গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চলাকালীন তীব্র গুলি বিনিময়ের পর ২২ জন ‘ভারতীয় মদদপুষ্ট খারিজকে নরকে পাঠানো হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় মদদপুষ্ট নিহত খারিজদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যারা এই অঞ্চলগুলোতে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।”

প্রসঙ্গত, তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনী বলে আখ্যা দেয় পাকিস্তানি সামরিক বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট