1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কারও সাধ্য নেই : প্রেস সচিব

তৌফিক ই ইলাহি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা নিয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য না করাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, পিআর না বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে, সরকার এ বিষয়ে কম কথা বলুক, সেটাই শ্রেয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চায়, এ থেকেই প্রমাণ হয় সামনে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে।

তার ভাষায়, ‘বাংলাদেশের কারও সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য।’

ইনোভেশনের প্রকাশিত জরিপে দেখা যায়, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর সিস্টেম সম্পর্কে অবগত নয়, ২১ দশমিক ৮ শতাংশ পিআর চান এবং ২২ দশমিক ২ শতাংশ চান না।

জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন, যাদের মধ্যে ৬৯ দশমিক ৯ শতাংশ মনে করেন, একটি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে।

তবে ধর্মীয় সংখ্যালঘু অংশগ্রহণকারীরা এ বিষয়ে তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট