আন্তর্জাতিক বার্তা: দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এছাড়া পদদলিত হয়ে আহত হয়েছেন আরো ৪০ জন। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর করুর জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী ও ৯ শিশু রয়েছেন। সমাবেশে হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসেন মানুষ। ওই সময় দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে।
পুলিশের অপর একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, জনসভায় ৩০ হাজার মানুষ জড়ো হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেখানে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়ে যান। যা সেখানে বাড়তি চাপ ফেলে।
তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, ৩৯ জন মারা গেছেন। আমাদের রাজ্যের ইতিহাসে, কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানে এত সংখ্যক মানুষ কখনো প্রাণ হারাননি এবং ভবিষ্যতেও এমন মর্মান্তিক ঘটনা ঘটা উচিত নয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত প্রাপ্তবয়স্করা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগমের (টিভিকে) সমর্থক ছিল। তারা সকাল থেকে সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিজয়ের সমাবেশগুলোতে ব্যাপক লোকসমাগমের ঘটনা এটাই প্রথম নয়। চলতি মাসের শুরুতে ত্রিচিতে প্রথম সমাবেশে বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে তার কনভয়কে ঘিরে বিপুল জনতা উপস্থিত হয়েছিল, যার ফলে ২০ মিনিটের যাত্রা ছয় ঘন্টার যানজটে পরিণত হয়েছিল যা শহরকে স্থবির করে দিয়েছিল।
গত বছরের অক্টোবর মাসে বিজয় থালাপতির রাজনৈতিক দলের প্রথম সমাবেশে অন্তত ৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় সংবাদমাধ্যম।