1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: টানা কয়েক দিনের গরমের পর স্বস্তি নিয়ে এলো বৃষ্টি। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হয়েছে।

আজ বুধবার মৌসুমি বায়ুর প্রভাবে ভোর থেকে রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও হাঁটুপানি তো কোথাও কোমর সমান পানি। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে ভোর থেকে বিপাকে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

সরেজমিন দেখা গেছে, টানা বৃষ্টিতে রাজধানী নিউমার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যার ফলে দেশের সব বিভাগেই রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও। এটি ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। যদিও এটি সারা দেশে একসঙ্গে সক্রিয় হবে না, তবে নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত সক্রিয় হয়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত ঘটাবে।

সকালে বৃষ্টির কারণে গণপরিবহন সংকটও দেখা যায়। সড়কে পানি জমে যাওয়ায় গাড়িগুলো ধীরগতিতে চলতে দেখা যায়। কোথাও কোথাও গলির পানি সড়কে এসে নামছে। মূল ড্রেন থেকে সড়কে উল্টো পানি উঠছে। সড়কে পানি থাকায় হেঁটে চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট