বাঙ্গালীর বার্তা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। এরপরপরই ইসরায়েল সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিও এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান নিউজ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আর্মি রেডিও জানিয়েছে, সরকারের আদেশে গাজায় সামরিক অভিযান ‘ন্যূনতম’ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় স্থলভাগে সেনারা কেবল কঠোরভাবে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নিদের্শ জারি করা হয়েছে।
ইসরায়েলি সেনাদের প্রতি এই নির্দেশ এসেছে গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বন্দি মুক্তি ও যুদ্ধবিরতি প্রক্রিয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে। আর্মি রেডিও জানিয়েছে, গাজা শহর দখলের অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্দেশের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করা।
কান নিউজ জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনা নিয়ে শিগগির আলোচনা শুরু হবে।