1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: দুই বছর পর গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, কিছুক্ষণ আগে ৭ জন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। খরর আল-জাজিরা

মুক্তি পাওয়া জিম্মিদের প্রথমে ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত গাজা অঞ্চলে নিয়ে যাবে রেডক্রস। এরপর তাদেরকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রেইম সামরিক ঘাঁটিতে নেওয়া হবে। সেখানে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হবে। এজন্য ইসরায়েল বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

জিম্মিদের মধ্যে একজনের বাবা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পনের মিনিটের মধ্যেই তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের কাছে হস্তান্তর করবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা থেকে আজ সোমবার ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ২৮ জনের মরদেহ ফেরত আসার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল ১ গাজার ৭২২ জন ফিলিস্তিনি বন্দি ও গাজা থেকে ব্যক্তিকে মুক্তি দেবে।

গাজা থেকে জিম্মিদের মুক্তি তদারকি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছাবেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগের প্রধান ম্যাগেন ডেভিড অ্যাডম জানান, ফিরে আসা জিম্মিদের চিকিৎসা সহায়তা প্রদান করতে তারা প্রস্তুত রয়েছেন। জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ ও প্যারামেডিক মোতায়েন করা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের স্বজনরা জড়ো হচ্ছেন, শত শত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি শিগগির নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট