বাঙ্গালীর বার্তা: নিউইয়র্ক সিটি ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তিনি কেবল মুসলিম নয়, বরং শহরের সবচেয়ে কম বয়সী মেয়র এবং আফ্রিকান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
প্রায় এক বছর আগে রাজনৈতিক যাত্রা শুরু করা মামদানির জন্য এটি এক অবিস্মরণীয় উত্থান। একজন তুলনামূলক অখ্যাত স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্বে পৌঁছে গেলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। খবর বিবিসির।
নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে জোহরান মামদানির জয় পেয়েছেন এমন খবর পাওয়ার পর থেকে উল্লাস করেন তার সমর্থকরা। তারা “জোহারান, জোহারান, জোহারান বলে স্লোগা দিতে থাকেন।”
স্থানীয় ভোটাররা জানান, নির্বাচনের ফলাফলের আগে তারা উদ্বিগ্ন ছিলেন, কিন্তু ফলাফল ঘোষণা হওয়ার পর পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে।
এক ভোটার বলেন, “আমি শক্তি অনুভব করতে পারছি, এটি স্পষ্ট—সবার মধ্যে উত্তেজনা রয়েছে।”
অন্য একজন বলেন, মামদানি আশার প্রতীক।
রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন মামদানির জয়কে কঠোরভাবে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নিউইয়র্ক সিটি এক ‘সত্যিকারের চরমপন্থী ও মার্কসবাদী’ প্রার্থী নির্বাচিত করায় এর প্রভাব পুরো দেশে পড়বে।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন।