1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেলে বিস্ফোরণ ও বাসে আগুন, জনমনে আাতঙ্ক

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে দিনভর রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আইনশৃঙ্খলাবাহিনী নাশকতা রোধে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে।

সেমবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর অন্তত সাত জায়গায ককটেলে বিস্ফোরণ ও তিনটি বাসে আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিন ভোরে রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডায় দুটি বাসে আগুন দেওয়ারঘটনা ঘটে। সকাল সোয়া ৭টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনার সামনে রাস্তার ওপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় কাছাকাছি সময়ে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এদিন সন্ধার পর থেকে অন্তত চার জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ করা হয় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার গেটের সামনে, মৌচাক ক্রসিংয়ে ও খিলগাঁও ফ্লাইওভারে। এছাড়া বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের রাস্তা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

হঠাৎ করে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব বিচ্ছিন ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।’

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ‘শহরের প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজনদের চলাচল নজরদারির আওতায় থাকবে। যেকোনো ধরনের অরাজকতা ও সহিংসতা ঠেকাতে পুলিশ সর্বদা প্রস্তুত। জানা যায়, রমনা বিভাগে সর্বাধিক ৩৪টি, মিরপুরে ১৪টি, ওয়ারীতে ১৬টি, মতিঝিলে ১৭টি, লালবাগে ১৫টি, উত্তরায় ১৬টি, গুলশানে ১৪টি এবং তেজগাঁওয়ে ১৬টি পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। শাহবাগ মোড়, সচিবালয় লিংক রোড, প্রেস ক্লাব, হাইকোর্ট মোড়, বাংলামোটর, ধানমণ্ডি ৩২, মিনাবাজার, রায়েরবাজার বেড়িবাঁধ, রাসেল স্কয়ার, বাটা সিগনাল, জিরো পয়েন্ট, কাকরাইল মোড় এবং টিএসসি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।ডিএমপি সূত্র জানায়, শনিবার রাজধানীর আট বিভাগে একযোগে ‘অনগার্ড মোবিলাইজেশন ড্রিল’ পরিচালনা করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’, সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, সংসদ ভবন, হাইকোর্ট, বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় মহড়া অনুষ্ঠিত হয়। বিশেষ করে সন্ধ্যার পর পুলিশ ও ডিবির টিমের বাড়তি তত্পরতা থাকবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, পুলিশ এরই মধ্যে র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে সমন্বিতভাবে কাজ শুরু করেছে। এ ছাড়া আগাম তথ্যের ভিত্তিতে রাজধানীর হোটেল, মেস ও বিশ্ববিদ্যালয় হলে গোয়েন্দাদের বিশেষ অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট