বাঙ্গালীর বার্তা: রাজধানীর ভাটারা থানা এলাকায় আল-আমিন হোসেন রায়হান (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ওসি রাকিবুল হাসান।
রায়হানের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়ায়। তিনি লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ১৮ নম্বর রোডের ই-ব্লকের ৩১৮ নম্বর বাসার চিলেকোঠায় থাকতেন।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রায়হানকে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ওসি রাকিবুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ব্যক্তিগত জীবনে রায়হানের বিবাহিত সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আরেকটি সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন। বিয়ের কারণে মানসিক চাপে ভুগছিলেন বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।