বাঙ্গালীর বার্তা: আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সেদিন বিদায় জানাতে এয়ারপোর্টে দলের নেতাকর্মীদের না যাওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

তারেক রহমানের ফেসবুক আইডিতে শেয়ার করা ভিডিওতে শোনা যায়, অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সবাইকে একটি বিনীত অনুরোধ করতে চাই। আপনাদের সঙ্গে আমি ১৮ বছর ছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের সঙ্গে বহু স্মৃতি আমার রয়েছে। আপনাদের সঙ্গে বহু দুঃখ-কষ্ট আমি শেয়ার করেছি।”
যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রবাসীরা, বিশেষ করে যারা বিএনপির রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা আমার ও দলের বিপদের সময় মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন।”
তারেক রহমান বলেন, “আগামী ২৫ তারিখে আমি দেশে ফিরে যাব। এখানে যারা উপস্থিত আছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ—দয়া করে সেদিন কেউ এয়ারপোর্টে যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটা হট্টগোল তৈরি হবে। মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এতে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, যারা আমার অনুরোধ রাখবেন, আমি ধরে নেব তারা দল ও দেশের সম্মানের প্রতি মর্যাদা রেখেছেন। আর আমার নিষেধ ও অনুরোধ সত্ত্বেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব তারা ব্যক্তিগত স্বার্থে সেখানে গিয়েছেন।”
তিনি বলেন, “সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশে ফিরে আমাদের নেওয়া পরিকল্পনাগুলো যেন বাস্তবায়ন করতে পারি।”
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “সামনের দিনগুলো খুব সহজ হবে না। তবে ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারব এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”