1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

চিত্র নায়িকা পরীমণির বিরুদ্ধে মামলা

বাঙ্গালীর বার্তা বিনোদন ডেস্কঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: সম্প্রতি ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত ৩ এপ্রিল ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ করেন।

এবার পরীকে ১ নম্বর আসামি করে আদালতে মামলা করলেন সেই গৃহকর্মী। আর দ্বিতীয় আসামি করলেন সৌরভকে। সম্প্রতি আদালতের দ্বারস্থহয়ে মামলাটি করেন পিংকি আক্তার।

তিনি বলেন, ‘আমি এর আগে, ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কিন্তু সেখান থেকে কোনো সহযোগিতা পাইনি। তাই বাধ্য হয়েই আদালতে গিয়েছি।’

পিংকি আক্তার আরও বলেন, ‘আমি অসুস্থ, তাই গ্রামের বাড়িতে এসেছি। ঢাকায় ফিরেই একটি সংবাদ সম্মেলন করব।’

অভিযোগ প্রসঙ্গে পিংকি জানান, পরীমণি তার এক বছরের দত্তক মেয়েকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। পরী মেকআপ রুম থেকে বেরিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও একপর্যায়ে বেধড়ক মারধর করেন। তাকে একের পর এক মাথায় আঘাত করতে থাকেন। তার মারধরে পিংকি তিনবার ফ্লোরে পড়ে যায়। এরপর পরী তার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, মারধরের পর তিনি কান্না করতে থাকেন এবং পরীর কাছে হাসপাতালের জন্য সাহায্য চান। পরীমণি তাকে যেতে নিষেধ করেন এবং বলেন, ‘তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারবো এবং এখানেই চিকিৎসা করব।’ একসময় পিংকি আক্তার অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে পিংকি রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট