বাঙ্গালীর বার্তা: পটুয়াখালীর মহিপুরে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ন বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বাড়িতে সে ভাড়া থাকতো। নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা মোঃ আঃ খালেকর মেয়ে।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
নিহত রিমির মা মোসামাৎ খাদিজা বেগম বলেন , পরীক্ষা শেষে রিমি বাসায় ফিরে আসলে আমি তাকে খেতে ডাকলাম। কিন্তু রিমি বলল, পরীক্ষা ভালো হয়নি, পরে খাবো,বলে রুমে চলে যায়। কিছু সময় পর খাওয়ার জন্য ডাকাডাকি করলে সাড়া পাওয়া যায় না। তারপর তিনি বাড়ির মালিককে বিষয়টি জানান। বাড়ির মালিক জানালা দিয়ে দেখেন, রিমি গলায় ওড়না পেঁচিয়ে নিচে পড়ে আছে। এরপর তারা দরজা ভেঙে রিমিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম জানান, রিমির অবস্থা গুরুতর ছিল। পরে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালের টিএইচও ডা. জেএইচ খান লেলিনের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) অনিমেষ হাওলাদার জানান , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।