1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘সতর্ক বার্তা’ অবশেষে ৭ লাখ টাকা দিয়ে ছাড়া পেলেন অপহৃত সেই ৬ কৃষক প্রিন্টিং প্রেসকে নির্বাচনি পোস্টার না ছাপার নির্দেশ ইসি’র শেরপুরে বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ, আহত ৩০ রাজধানীর উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট মেয়েকে লেখা শেষ বার্তা পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা ঢাকা-১২: তিন সাইফুলে বিভ্রান্ত ভোটাররা, কে হাসবে বিজয়ের হাসি! মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, মার্কিন-ইরান সংঘাতের দ্বারপ্রান্তে মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতে এই হামলা: নাহিদ ইসলাম ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা করে তাহলে মার্কিন যুদ্ধ জাহাজ কি টিকবে?

বরিশাল নগরীতে নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের হিড়িক, ঝুঁকিতে শহর!

এইচ এম খাঁন বিশেষ প্রতিনিধি বরিশাল
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বরিশাল নগরীতে অনুমোদনহীন নির্মাণ কাজের ব্যাপকতা বাড়ছে, পরিবেশগত ঝুঁকি!

বরিশাল নগরীতে অপরিকল্পিত ও অনুমোদনহীন নির্মাণ কাজের ব্যাপকতা বাড়ছে, যা নগরীর দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নিয়ম-নীতিগ উপেক্ষা করে বিশেষত নকশা অনুমোদন ছাড়াই অবৈধ ভবন নির্মাণের হিড়িকে নগরীর শৃঙ্খলা, নিরাপত্তা এবং পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়। এসব অবৈধ নির্মাণযজ্ঞেরগ কারণে সচেতন মহল হতাশ ও ক্ষুব্ধ। কারণ এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় এবং আইনের শাসন দুর্বল হয়। সিটি কর্পোরেশন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও এই প্রবণতাগ অব্যাহত থাকায় পরিবেশ ও নাগরিক সুরক্ষার জন্য উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।


এদিকে, নগরীর ২৫ নং ওয়ার্ডের আদর্শ সড়কের হিরণ মিয়ার বালির মাঠ এলাকায় সিটি কর্পোরেশনের নিয়মগ নীতিকে তোয়াক্কা না করে সংঘবদ্ধ চক্রের ছত্রছায়ায় অবৈধ ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছেন এক পরিবার। এমন খবর পেয়ে সংবাদকর্মীরা বুধবার বেলা ১১ টার দিকে (২১হ জানুয়ারি) তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে ভবন মালিক আনসার হোসেনের কন্যা লিয়া ও তার মা অগ্নিমূর্তিরূপ ধারণ করে সংবাদকর্মীদের দিকে তেড়ে এসে ভিডিও ধারণ করেন। এবং কর্কশ কন্ঠেহ জানতে চান, এখানে কেন এসেছে, সাংবাদিকদের এখানে কাজ কি? একপর্যায়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ইমোশনাল ব্ল্যাকমেইল করে সাংবিদকদের মব করার চেষ্টাহ করে ব্যর্থ হন। ওই সময়ে ঘটনাস্থলে আশপাশের লোকজন এসে সংবাদকর্মীদের সেখানে থেকে নিরাপদে নিয়ে আসেন। এরপর সিটি কর্পােরেশন থেকে দায়িত্বশীলহ লোক এসে ভবন মালিকের কাছে প্ল্যান পাসের অনুমতি আছে কিনা জানতে চান। তখন প্লান পাস আছে বলে জানালেও পরে তারা কোন ধরণের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এগ কারণে তাদেরকে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়। অবশ্য সিটি কর্পোরেশনের লোক চলে যাওয়ার পর পরই ফের নির্মাণ কাজ শুরু করেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডে প্রতিনিয়ত নতুন করে গড়ে উঠছে নতুন নতুন ভবন। গড়ে উঠা ভবনের অধিকাংশের নেই কোন অনুমোদন। মূলত : ৫ আগস্টের পর থেকে সিটি কর্পোরেশনের এলাকার কার্যক্রম ঝিমিয়ে পড়ার সুযোগ নিয়ে অসাধু ব্যক্তিরা আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ভবন গড়ে তুলছেন। কখনো কখনো অভিযোগ পেয়ে সিটি কর্পোরেশন কাজ বন্ধ করে দিলেও পরক্ষণেই কিছু অসাধু কর্মকর্তা অর্থনৈতিক সুবিধা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে দেদারচ্ছে। আবার কোন ভবনের অনুমোদন থাকলেও দেশের পরিবর্তিত পরিস্থিতির পরে ভবনের ছাদের উপর বেড়ে উঠছে নতুন আরেক তলা। বরিশাল সিটি কর্পোরেশনের দৃশ্যমান মনিটরিং না থাকায় মানা হচ্ছে না নিয়ম ও নীতিমালা। এক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি থাকে নামমাত্র। ফলে, ইচ্ছাধীন ভবন নির্মাণ করায় দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যাচ্ছে। নির্মাণ অবস্থায় অনেক ভবন হেলে পড়ছে। কিংবা নির্মাণের পর পরই ধসে পড়ছে কিছু ভবন। অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পড়ছে ৫৮ বর্গকিলোমিটারের এই নগরীর প্রায় ১০ লাখ বাসিন্দা।

অভিজ্ঞমহল বলছেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণে পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে। এরফলে মানব স্বাস্থ্য, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য হুমকি, যার মোকাবিলায় নাগরিক সচেতনতা ও পরিবেশবান্ধব উন্নয়ন অপরিহার্য।

বরিশাল সিটি কর্পোরেশনের নিয়ম বহিভূত নির্মাণ কাজ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, নিয়ম নীতি না মেনে অনুমোদন ছাড়া কেউ যদি ভবন নির্মাণ কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্লান বর্হিভূত ভবন নির্মাণ করলে সিটি কর্পোরেশনের প্রচলিত বিধান মতে জরিমানা ও ভেঙ্গে দেয়া হয়। এক্ষেত্রে কেউ অবৈধভাবে ভবন নির্মাণ করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরীর ২৫ নং ওয়ার্ডের আদর্শ সড়কের হিরণ মিয়ার মাঠে আনসার হোসেনের নির্মাণাধীন ভবন প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ঘটনাস্থলে গেলে ভবন মালিক নকশা অনুমোদনের লিগ্যাল কোন কাগজপত্র দেখাতে পারে নি। এজন্য ভবন মালিককে প্রথমে নোটিশ দেওয়া হবে। নোটিশের পরিপ্রেক্ষিতে অনুমোদনের লিগ্যাল কাগজ দেখাতে না পারলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট