বাঙ্গালীর বার্তা: সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে স্বর্ণসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি অভিনব কায়দায় এই স্বর্ণ পাচার করছিলেন। তার ব্যবহৃত কাপড়ে ছিল স্বর্ণের প্রলেপ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাসিন্দা আলিম উদ্দিন। বিমানবন্দরে নামার পর আলিম উদ্দিনকে সন্দেহজনকভাবে আচরণ করতে দেখে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন বিশ্বাস জানান, স্বর্ণের পেস্ট লাগানো কাপড় পুড়ানোর পর জব্দ করা স্বর্ণের পরিমাণ প্রায় এক কেজি। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শারজাহ থেকে আসা দুই যাত্রির কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করে গোয়েন্দা সংস্থা এনএসআই।