1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

শর্তসাপেক্ষে রাখাইনে মানবিক করিডোর দিতে সম্মত সরকার

তৌফিক ই ইলাহি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে সরকার শর্তসাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জাতিসংঘ যদি মানবিক করিডোরের বিষয়ে বাংলাদেশের শর্ত পালন করে, তবে অবশ্যই বাংলাদেশ এ বিষয়ে সহায়তা করবে।

তিনি বলেন, ‘ মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই। ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন, সেটি আমাদের করতে হবে।’

বাংলাদেশ সীমান্তে অধিকার পরিবর্তন হয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, একটি নন-স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ সংলগ্ন মিয়ামমারের পুরো সীমান্ত। সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। কাজেই বাংলাদেশের নিজেদের স্বার্থে কোনও না কোনও ধরনের যোগাযোগ—অর্থাৎ নন-স্টেট অ্যাক্টরের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারে না। আবার বাংলাদেশ চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট