1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

তাইজুলের সংগ্রহ ৬ উইকেট, বাংলাদেশের বিনা উইকেটে ‘সেঞ্চুরি’,

আব্দুল গনি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৯০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। আজ দ্বিতীয় দিনে প্রথম বল খেলতে নেমেই তাইজুল ইসলামের বলে উইকেটের পেছনে ব্লেসিং মুজারাবনি ক্যাচ তুলে দিলে অলআউট হয় জিম্বাবুয়ে। সফরকারীদের গুটিয়ে প্রথম সেশনে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়।

প্রথম সেশনে ২৬ ওভার খেলেই কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান তুলে ফেলেছেন সাদমান ও বিজয়। ওভারপ্রতি রান তুলেছেন চারের ওপর। ৯১ বলে ৬৬ রান করে অপরাজিত আছেন সাদমান আর ৬৫ বলে ৩৮ রান করে আরেক পাশে এই টেস্টেই দলে ডাক পাওয়া বিজয়। জিম্বাবুয়ের থেকে বাংলাদেশ এখন পিছিয়ে মাত্র ১২২ রানে।

আজ চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তাইজুলের কল্যাণে বাংলাদেশকে এক বলেই শুধু ফিল্ডিং করতে হয়। এরপরের শো শুধুই সাদমান বিজয়ের। ৯১ বল খেলে ১০টি চার মারেন সাদমান, বিজয়ের বাউন্ডারি সংখ্যা ৪।

এর আগে, গতকাল ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে ২ উইকেট নিলেও দ্বিতীয় সেশনে গতকাল কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশ। তবে, তাইজুল ও নাইম হাসানের দাপনে শেষ সেশনে ৭ উইকেট তুলে নেয় টাইগাররা। জিম্বাবুয়ের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট