1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

পাবনায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বেল্লাল হোসেন জেলা প্রতিনিধি পাবনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উমিরপুর রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম বাদশা হোসেন (৫৫)। তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী যুক্তিতলা এলাকার মৃত দেলবার হোসেনের ছেলে। পেশায় একজন মুদি দোকানি পাশাপাশি জমি কেনাবেচার ব্যবসা করতেন তিনি।

ঘটনাটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

নিহতের ছেলে মিঠুন জানান, গেলো দুইদিন আগে তার বাবার কাছে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী উপজেলার তালতলা মোড় এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তার বাবা বাদশা হোসেনকে তুলে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর রেল লাইনের পাশ থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া যায়।

ওসি জিয়াউর রহমান জানান, নিহতের পরিবারের দাবি অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। তবে ধারণা করা যাচ্ছে তার মৃত্যু ট্রেনে কাটা পড়ে হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট