বাঙ্গালীর বার্তা: অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে রাজধানীর রমনা থানায় সোপর্দ করা হয়েছে। এই অভিনেতাকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও ইতিমধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে থানার ভেতরে থেকে পুলিশ বাইরে আসলে সিদ্দিককে তুলে দেওয়া হয় তাদের হাতে।
সিদ্দিককে যারা মারধর করেছে তারা বিএনপি’র লোকজন বলে নিশ্চিত করেছেন থানার কর্মকর্তারা।
এদিকে, নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একজন বলতে শোনা যায়, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’
এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।