বাঙ্গালীর বার্তা: পিরোজপুরের ভান্ডারিয়ায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মো. লোকমান হোসেন হাওলাদার (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহীম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, সে মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে বাড়ি সংলগ্ন স্থানীয় তেলিখালী বাজারে যায়। রাত দশটা পর্যন্ত লোকমান বাড়ি না ফেরায় বড় ভাই মো. ইমরান হাওলাদারসহ তার স্বজনরা বাজারসহ সকল স্থানে খোজা খুঁজি করে না পেয়ে বাড়িতে যায়। বুধবার সকালে একই এলাকার মো. কামাল সিকদার নামের এক ব্যক্তি তার ছাগল নিয়ে বাড়ি সংলগ্ন মাঠে গেলে মরিচ খেতে লোকমানকে পড়ে থাকতে দেখে বাড়ির লোকদের খবর দেন। পরে স্বজনদের উপস্থিতিতে স্থানীয় পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারনা করা হয় যে হার্ট ফেল করে মারা যেতে পারে। সে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।