1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

খুবি শিক্ষার্থী আবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাইরুল ইসলাম জেলা প্রতিনিধি খুলনা
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তৌকির আহমেদ আবিদ (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় হল রোড সংলগ্ন শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আবিদ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের এবং ২২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকছেন।

নিহতের ঘনিষ্ঠ বন্ধুদের বরাতে জানা গেছে, আবিদ প্রেম সংক্রান্ত টানাপোড়েন, পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকটে ভুগছিলেন। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

তার এই অকাল মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষকমণ্ডলী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

নগরীর হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খাইরুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট