আন্তর্জাতিক বার্তা: একদিনে ফিলিস্তিনের গাজাসহ আরও ৩ দেশে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরাইল বাহিনী। এই হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৫ মে) ফিলিস্তিনের গাজা ছাড়াও ইয়েমেন, সিরিয়া ও লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।
ইসরাইলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতির হামলার জেরে পালটা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে ভয়াবহ হামলা করেছে ইসরাইল।
এক্স পোস্টে সোমবার (৫ মে) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরাইলে হামলা চালানোর পালটা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে।
ইসরাইল জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং হোদেইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে।