1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

দেশের গন্তব্য কোন দিকে যাচ্ছে, প্রশ্ন ড. আব্বাসীর

হারুন উর রশিদ জেলা প্রতিনিধি চাঁদপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ড. এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না। কেন এই মানবিক করিডোর? দেশের গন্তব্য তাহলে কোন দিকে যাচ্ছে?

আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধন অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারী অধিকার সংস্কার কমিশনের বিষয়ে এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ‘নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মোটেও মেনে নেওয়া যায় না। নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারেনা। কুরআন সুন্নাহর আলোকেই নারী ও পুরুষের অধিকার নিশ্চিৎ করা হোক।’

দেশকে দুর্নীতি মুক্ত করার আহ্বান জানিয়ে আব্বাসী বলেন, ‘দেশ থেকে দুর্নীতি কি চলে গেছে? না যায়নি। দেশকে দুর্নীতি মুক্ত করতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। কেননা, ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই। তাই এ কাজে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, ‘তিন শ্রেণির মানুষ ইসলামকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে। তারা হলেন- যারা ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক রাখে, হিজবুত তাওহীদ ও ইছালে ইসলাম। এদের থেকে সবাই দূরে থাকবেন। এদের সঙ্গে মিশে নিজের ইমান হারাবেন না।’

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বেশ কয়েক সহস্ত্রাধিক ভক্ত সমর্থকরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট