1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কিছু দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে শপথ করেছে: ফখরুল ইসলাম জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি: জাভেদ রাসিন রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় যা জানালেন প্রেস সচিব কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শাহ আলম নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত এবার ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের স্পষ্ট অবস্থান প্রকাশ করেলেন দেশে নৈরাজ্যের আশঙ্কা, ‘বিশেষ সতর্কতা’ জারি নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা সহ নিহত ৪ জুলাই সনদের খসড়া প্রকাশ প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট করে ৭৫ ভরি স্বর্ণ ২২ লক্ষ টাকা

ভাণ্ডারিয়ায় মাদ্রাসায় দুপুরের আহার শেষে ১৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

মোঃ আকাইদুল ইসলাম সহাদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসার সরবরাহকৃত দুপুরের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা দারুস সুন্নাত তালিমুল কোরান ও হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ ১৫ শিক্ষার্থীদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেল নাগাদ ৮ জন অসুস্থ শিক্ষার্থী কিছুটা সুস্থ হয়ে উঠলেও বাকি সাত শিক্ষার্থী অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভর্তিকৃত সাত শিক্ষার্থী হলো, আল আমীন (৯) রায়হান (১২), মো. আব্দুল্লাহ আল মামুন (১৩), মো. জাকারিয়া (১৪), মো. মিরাজ হোসেন (১৩),মো. জোবায়ের (৯), মো. রাসেল (১০) গুরুতর অবস্থায় হাসপাতালে ভতি। শিক্ষার্থীদের অচেতন অবস্থায় চিকিৎসা চলছে। এঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে উতকণ্ঠা বিরাজ করছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ দুপুরে মাদ্রাসার ১৫জন আবাসিক শিক্ষার্থীদের খাসির মাংশ, লাউয়ের তরকারি ও ডাল দিয়ে দুপুরের খাবার সরবরাহ করা হয়। আহার শেষে বিকেলে শিক্ষার্থীরা বিশ্রামে যাওয়ার সময় বমি করতে থাকে। এতে ১৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত শিক্ষার্থীদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আটজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে অপর সাতজন শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রয়েছে। তাদের স্যালাইন চলছে।
এঘটনার পর থেকে মাদ্রাসার বাবুচির্ (খাদেম) মো. এনামুল হোসেন গা ঢাকা দিয়েছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. বাদশা হাওলাদার বলেন, শিক্ষার্থীরা দুপুরের আহারের পর বমি করে একে একে অসুস্থ হয়ে পড়লে ১৫জন শিক্ষার্থীকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তবে আটজন অসুস্থ শিক্ষার্থী এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমীনের মোবাইলে কয়েকদফা কল করলে তার ব্যাক্তিগত মোবাইল বন্ধ পাওয়া যায়।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে অথবা ফুড পয়েজনিংয়ে শিক্ষার্থী অসুস্থ হতে পারে। ১৫জনের আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করে তোলা হয়েছে। বাকি সাতজন হাসপাতালে ভর্তি রয়েছে। কি কারনে শিক্ষার্থীরা দুপুরের আহার শেষে অসুস্থ হয়ে পড়েছে তা পরীক্ষা নীরিক্ষা করে বলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট