1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ৫ জনের নামে মামলা গাজীপুরের জৈন্য বাজারে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়ানোর চাপে ভোক্তা ও ব্যবসায়ীদের নাভিশ্বাস দ্রুত বাড়ছে নদ-নদীর পানি, কয়েকটি জেলায় আবারও বন্যার শঙ্কা দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ! বিচার-সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে: নাহিদ ইসলাম ‘৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন প্রধান উপদেষ্টা’ মহেশপুর সীমান্ত পৌনে ৬ কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে বিজিবি আগে যেখানে ৩ লাখ দিতে হতো এখন সেখানে ৫ লাখ টাকা চাঁদা দিতে হয়: মির্জা ফখরুল নিম্নচাপে উত্তাল সাগর, ১৫ টি জেলা প্লাবিত হওয়ার শঙ্কা

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, হেদায়েত উল্লাহর বহিষ্কারের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ক্যাম্পাস বার্তা: নিজ কক্ষে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার শিক্ষার্থীরা তার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীরা বলেন, যে শিক্ষক একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন, তার জায়গা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করুক।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হেদায়েত উল্লাহ ধিক্কার, চাইছি তোমার বহিষ্কার’, ‘পাপুলের (হেদায়েত উল্লাহ) চামড়া, তুলে নেব আমরা’, ‘এক দফা এক দাবি, পাপুল তুই কবে যাবি’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘এমন শিক্ষককে আমরা শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না। আমাদের বিভাগের মানসম্মান সব নষ্ট করেছে তিনি। তার ক্লাসও আমরা করতে চাই না। বিভাগ থেকে তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। সেইসাথে অনৈতিক কাজে জড়িতে সেই ছাত্রীকেও বিভাগ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’

ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক শিবলী সাদিক বলেন, ‘আমরা এ বিষয়ে অবগত আছি। শিগগির আমরা এ নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নেব। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে পর্যালোচনা করে যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে জানতে সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে রবিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষ থেকে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিষয়টি নিয়ে আমাদের সময় অনলাইনে ‘রাবি শিক্ষকের কক্ষে আপত্তিকর অবস্থায় ছাত্রী, হাতেনাতে ধরা’শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ হেদায়েত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সদস্য। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে।

ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরের (এমবিএ) ওই ছাত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক। তিনি স্নাতকে (বিবিএ) ভালো ফল অর্জন করেন।

কী ঘটেছিল সেদিন

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার বিশ্ববিদ্যালয় বন্ধের দিন বিকেল ৫টার দিকে ওই ছাত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে প্রবেশ করেন মোহাম্মদ হেদায়েত উল্লাহ। কক্ষে প্রবেশের পর বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই কক্ষের দরজায় কড়া নাড়েন। বেশ কিছুক্ষণ পর শিক্ষক দরজা খুলে দেন। শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে দেখেন, ছাত্রীর ওড়না-হিজাব শরীরে নেই। ছাত্রীর ব্যাগ, সেফটিপিনসহ অনেক কিছু শিক্ষকের টেবিলে ছিল। পাশেই রাখা ছিল বালিশ।

ছাত্ররা ভিডিও করার সময় ওই ছাত্রীর মাথায় একটি রুমাল পরিয়ে মাথা ঢেকে দেন মোহাম্মদ হেদায়েত উল্লাহ। উপস্থিত শিক্ষার্থীরা তখন জানতে চান, ছাত্রীর মাথায় কেন রুমাল পরিয়ে দেওয়া হচ্ছে? জবাবে শিক্ষক বলেন, ‘সে মেয়ে মানুষ, তাই।’ এ সময় ওই শিক্ষক ও ছাত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় কক্ষে প্রবেশ করা শিক্ষার্থীদের। পরে বিষয়টি তাদের মধ্যে মীমাংসা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট